♥আমার
ভালবাসা বুঝলেনা
♥
আরিফ
জামান
(পাঠ-১)
ছায়ার সাথে শুরুটা হয়েছিল কলেজ
থেকে।
আগামী কাল কলেজে গিয়ে ভর্তি ফরমের জন্য লাইন দিতে হবে।
তুষার কে একটা ফোন দিয়ে জানিয়ে রাখলে কেমন
হয়!
তার বাসাতো কলেজের কাছে
সে যদি আগামীকাল সকালে কলেজে
গিয়ে লাইনে দাড়ায় তাহলে আমার জন্য অনেক বড় উপকার হবে।
(তুষার আমার বন্ধু)
আর দেরি না করে তুষার কে ফোন দিলাম,
হ্যালো তুষার, হ্যা বল? তুই
কোথায়?
বাসায় ছাড়া আর কোথায় থাকবো?
আগামীকাল তুই কলেজ
যাবিনা?
হ্যা যাবতো,
শোন!
আমার আসতে দেরি হতে পারে তুই পারলে আমার জন্য লাইনে জায়গা রাখিস কিন্তু!
ফাইজলামি করোস না? আমি
তোর জন্য ভোরে গিয়ে লাইন দিব আর তুই শালা সাহেবের মত নয়টা
দশটার দিকে আসবি তাইনা?
না দোস্ত,
তুই তো জানিস আমার বাসা কলেজ থেকে একটু দূরে তাই আসতে যদি দেরী হয়ে যায়,
হইছে আর লেকচার মারতে হবে
না,
শোন!
তুই ফোন না করলে আমি কি তোর জন্য জায়গা রাখতাম না? এখানে
ফোন করার কি আছে বলতো?
ভাবলাম তুই যদি
ভুলে যাস তাই তোকে মনে করিয়ে দিলাম। হইছে এখন
ফোন রাখ কাল দেখা হবে।
তুষার যদিও একটু চটপট টাইপের কিন্তু বন্ধু
হিসেবে অনেক ভাল
এবং তার মন অনেক নরম। মাঝে মাঝে মনে হয় এরকম বন্ধু কয়জনের আছে।
আথনুক!
এই আথনুক!
উঠ না বাবা তুই না কলেজে যাবি!
চোখ খুলে বুঝতে পারলাম আম্মু কলেজে
যাওয়ার জন্য ডাকছে, ঘড়ির
দিকে তাকালাম তখন প্রায়
সাতটা বাজে আর দেরি না করে দ্রুত ফ্রেশ হয়ে কলেজের উদ্দেশে রওনা
দিলাম।
কলেজের গেট দিয়ে
ঢুকলাম একি....! এত সকালে
এত লম্বা লাইন এরা রাতে ঘুমায় নাই নাকি!
এখন তুষারটাও ফোন ধরছে
না আর ধরবেই বা কিভাবে এত শোরগোল
এর মধ্যে ফোনের আওয়াজ না শোনার কথা। দেখি তুষার কে খুঁজে পাই কিনা।
তুষার কে খুজে পেতে খুব বেশি কষ্ট হলনা কারণ সে আমাকে ফোন দিল,
আমি ফোন রিসিভ করে তাকে ঝারি দিলাম,
কিরে তুই ফোন ধরিস না কেন?
আমি কি ফোন হাতে নিয়ে বসে আছি যে ফোন ধরবো,
এখন কথা কম বলে সামনের দিকে আয়
আমি লাইনে দাঁড়িয়ে আছি।
একটু সামনে এগোতেই তুষারের গলার
আওয়াজ শুনতে পেলাম সে ডাকছে এই আথনুক!
কাছে গেলাম,
আমাকে দেখে তুষার অনেক হাসি ঠাট্টা করতে লাগলো
কিরে আথনুক তুই কলেজে এসেছিস না শশুর
বাড়িতে এসেছিস? কেন? না.... যেভাবে তুই
প্যান্ট শার্ট ইন
করে এসেছিস মনে হচ্ছে
কোন মেয়েকে প্রেম নিবেদন
করবি,
আমি কি তোর মত গরু ছাগল নাকি যে টিশার্ট এর উপর
শার্ট পরে ঘুরে বেড়াব
I I'm always fit! বুঝতে পেরেছিস
তুষার?
হয়েছে অনেক লেকচার দিয়েছিস! আর কথা
না বলে আপনি দয়া করে একটু লাইনে দারালে আমি বাসা
থেকে নাস্তা করে আসতে
পারি বুঝতে পারছিস?
ঠিক আছে তুই যা।
ফরম দেওয়া শুরু হবে
সকাল নয়টায় এখনো এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে
এই এক ঘন্টা দাঁড়িয়ে থাকা কি
সম্ভব!
Excuse me! পিছনে ফিরে তাকাতেই একটা মেয়ে
বলছেন ভাইয়া আমাকে একটু আপনার সামনে লাইনে ঢোকানো যাবে? আমি কোন
কিছু বলার আগেই মেয়েটা লাইনে ঢুকে
গেল,
পিছন থেকে একটা ছেলে বলে উঠলো
Excuse me ভাইয়া আপনি সামনে লোক ঢোকাচ্ছেন কেন? আমি এবারও
কোন কথা বলার আগে মেয়েটা বলে উঠলো
ভাইয়া আমি এর বন্ধু তাছাড়া আমি লাইনেই
ছিলাম। ছেলেটা আর
কোন কথা বললোনা,
আমি নিজে নিজে ভাবছি কি সাংঘাতিক মেয়েরে বাবা
কথা নাই বার্তা নাই হুট
করে লাইনে ঢুকে পরলো।
মেয়েটা নিজের থেকে
আমাকে তার নাম বললো,
তার নাম
(ছায়া)
ভাইয়া আপনি কি একা এসেছেন?
না আমার বন্ধু ও এসেছে,
কোথায় সে?
বাসায় নাস্তা করতে গিয়েছে, এখন
কেউ বাসায় যায় নাকি?
ওর বাসা কলেজের কাছেই, ও...তাই বলেন।
আমাদের গল্পের মাঝ
খানে তুষার এসে হাজির হল,
ছায়ার সাথে আমাকে কথা বলতে দেখে তুষার আবারও ইয়ারকি শুরু করলো, কিরে....আমি
যেতে না যেতেই প্রেম করার জন্য মেয়ে পটায় ফেললি?
এই তুষার টার একটাই বদ অভ্যাস ও পেটে
কোন কিছু ধরে রাখতে পারে না মুখে যা আসে তাই হরবর করে বলে ফেলে। আমি এই কথাতে একটু মন খারাপ করলেও মেয়েটাকে দেখে মনে
হচ্ছে সে মোটেও কিছু মনে করেনি,
আমি তুষার কে ঝারি মারলাম ঐ! তোর মাথায়
এইসব ছাড়া আর কিছু নাই নাকি?
এইটা বলতেই ছায়া আমাকে বললো ভাইয়া আপনারা দুই বন্ধু
শুধু ঝগড়াই করবেন না
আমাকে আপনার বন্ধুর সাথে পরিচয়
করিয়ে দিবেন কোন টা?
আমি ছায়া কে বললাম আমরা দুজন এরকমই।
আমি ছায়ার সাথে তুষার এর পরিচয় করিয়ে দিচ্ছি এমন সময়
তুষার তার হাসি ধরে রাখতে পারছিলনা,
আমি তুষার বললাম কিরে তুই এরকম গরু ছাগলের মতো হাসতেছিস
কেন?
এটা বলতেই ছায়াও হাসতেছে আমি একটু
অবাক হয়ে গেলাম। আমি এমন
কি করলাম যে দুজনে এরকম পাগলের মত হাসতেছে! আমার
একটু রাগ হল,
তুষার ব্যাপারটা বুঝতে পেরে
আমাকে বললো আরে গাধা ছায়া আমার
"চাচাতো বোন" what! ফাইজলামি করিস
আমার সাথে?
বিশ্বাস না হলে
ছায়া কে জিজ্ঞেস করে দেখ, এটা
বলতেই ছায়া আমাকে বললো হ্যা ভাইয়া আমরা দুজন চাচাতো ভাই বোন, আমি
গতকাল খুলনা থেকে এসেছি আর এখন থেকে ওদের বাসায় থেকেই পড়াশুনা করবো, গতকাল রাতে
আপনি যখন তুষার কে ফোন করেছিলেন তখন আমি
ওর পাশে ছিলাম এবং আপনার সম্পর্কে সবকিছু বলেছে
তাছাড়া
(Facebook) এ আপনার ছবি আমাকে দেখিয়ে ছিল, তুষার গতকাল
রাতে আমার সাথে বাজি ধরেছিল আজকে যদি
আমি কোন লাইন ছাড়াই আপনার সামনে ঢুকতে পারি তাহলে সে আমাকে ফুচকা খাওয়াবে। বুঝতে পেরেছেন? আমি
দীর্ঘশ্বাস ফেলে বললাম
হুম বুঝতে পেরেছি।
বন্ধুরা আপনাদের
মন্তব্যের উপর নির্ভর
করবে আমি
(পাঠ-২) পোস্ট
করবো কিনা।
খুব শীগ্রই এই গল্পের (পার্ট-০২) পোস্ট করা হবে
এবং পার্ট-০২তে বিশেষ
আকর্শন থাকবে।
Coming soon will be posted (Part-02) of this story.
নোট: গল্প কপি করা সম্পূর্ণ নিষেধ!!
No comments:
Post a Comment