Saturday, September 29, 2018



আমার ভালবাসা বুঝলেনা

আরিফ জামান

(পার্ট-২৪)


ঢাকা শহরে হাতে সময় না নিয়ে কেউ যদি কোন কাজের উদ্দেশে বের হয় তাহলে গন্তব্য স্থানে যাওয়ার আগেই দিন শেষ হয়ে যাবে কোথাও নিজের মতো করে গাড়ি নিয়ে বের হওয়া অনেক বিরক্তিকর ব্যাপার কারণ একবার যদি জ্যাম লাগে তাহলে সময়মতো নিজের গন্তব্য স্থানে পৌঁছানো যাবেনাআথনুকে এমনিতেই বাসা থেকে বের হতে দেরি হয়েছে তার মধ্যে আবার জ্যাম৪৫ মিনিট ধরে একই জায়গায় বসে আছি সিগন্যাল ছাড়ার কোন নাম গন্ধ নেই ওদিকে রামিশা সকাল থেকে রেডি হয়ে বসে আছে এর মধ্যে সে তিনবার ফোনও দিয়েছেরামিশা কি মনে করবে জানিনাআজ বৃহস্পতিবার জুন মাসের ১৪ তারিখ আজকে শেষ অফিস তাই ঢাকা শহরের মানুষ গুলো সব সামনে ঈদের জন্য ছুটে চলেছে গ্রামের বাড়ির দিকেরাস্তায় জ্যামের কারণে যে যার মত করে কেউ-বা যাচ্ছে পায়ে হেঁটে আবার কেউ এক মোটরসাইকেলে জীবনের ঝুঁকি নিয়ে দুই জনের জায়গায় তিনজন যাচ্ছেআথনু যদিও মোটরসাইকেল নিয়ে বের হয়েছে কিন্তু রাস্তায় ভয়াবহ জ্যাম দেখে নিজেই বিরক্ত হয়ে যাচ্ছেঅন্যান্য সময় মোটরসাইকেল যদি রাস্তার পাশে দিয়ে যেতে পারে কিন্তু আজকে সেটা হচ্ছে না

আথনুকের বয়স যখন ৭ বছর তখন থেকে সে রোজা রাখতোঅসুস্থ না হলে সে কখনই রোজা ভাঙতো নাএবার ছায়ার চিন্তায় অসুস্থ হয়ে কয়েকটা রোজা মিস হয়ে গিয়েছেআথনু টানা দুই ঘণ্টা জ্যাম ঠেলে তারপর রামিশার বাসার নিচে গিয়ে পৌঁছালোআথনু আজকে রোজা রাখে নাই কারণ রোজা রেখে সে জার্নি করতে পারে না তাছাড়া সেদিন রামিশার বাসার সামনে মাথা ঘুরে পড়ে যাওয়া শরীর টা এখনো পুরোপুরি ঠিক হয় নাইআথনু তারপরও এই অসুস্থ শরীর নিয়ে ছায়ার গ্রামের বাড়িতে যাচ্ছেআথনু রামিশার বাসার নিচে দাঁড়িয়ে থেকে রামিশাকে ফোন দিলোরামিশা ফোন না ধরে বারান্দা থেকে চেঁচিয়ে বলল ভাইয়া দাড়ান আমি নামছি…!! ৫ মিনিট পর রামিশা  হাতে ছোট্ট একটা ব্যাগ নিয়ে নিচে নেমে আসলো রামিশা আজকে হালকা আকাশি নীল রঙের শাড়ি পরেছে কপালে ছোট্ট করে একটা কালো টিপ দিয়েছে, অপরিচিত কেউ হঠাৎ করে রামিশাকে দেখে বুঝতেই পারবে না তার বিয়ে হয়েছে এবং সে এক সন্তানের মাআথনু রামিশাকে সাথে নিয়ে যাওয়ার জন্য যখন রাজি হয়েছিল তখন বাসার অনেকেই বিভিন্ন ধরণের মন্তব্য করেছিলঅনেকেই বলেছে রামিশা বিধবা, তাকে ছায়ার বিয়েতে নিয়ে গেলে ছায়ার অমঙ্গল হবে, এরকম হাজারো বাজে মন্তব্য করেছেআথনু যদিও এই সমস্ত বাজে কথা মোটেও বিশ্বাস করেনা কিন্তু  তারপরও মানুষের মুখে এই সমস্ত বাজে মন্তব্য শুনলে কার মাথা ঠিক থাকে!! তাই এই সমস্ত বাজে মন্তব্য শোনার পর আথনু প্রথমে রামিশাকে তার সাথে নিতে রাজি না হলেও রামিশার ধৈর্য শক্তি এবং মন মানসিকতার দিক বিবেচনা করে সে রাজি হয়েছেআথনু মনে করে প্রতিটি মেয়ের হাসি খুশি ভাবে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছেরামিশা বিধবা বলে তাকে এড়িয়ে চলতে হবে বা তার কোন ইচ্ছা শক্তি নাই এটা কোথাও লেখা নাইআমরা মানব জাতি কোন কিছু চিন্তা না করেই এই সমস্ত আইন তৈরী করি কিন্তু ভবিষ্যতে এই সমস্ত আইনের আওতায় আমরা নিজেরাই পরি, যেমন রামিশা পড়েছেতাছাড়া রামিশা কোন বাজে মেয়ে নয়, তার স্বামী মারা যাওয়ার পর সে চাইলে অন্য দশটা মেয়ের মতো আর একটি বিয়ে করে সুখে শান্তিতে ঘর সংসার করতে পারতো কিন্তু সে তা করে নাইরামিশার সাথে কথা বলে আথনুকের মনে হয়েছে সে একজন সৎ চরিত্রের মানুষহতে পারে রামিশার ভাগ্য তার সাত দেয় নাই কম বয়সে সে তার স্বামীকে হারিয়েছে কিন্তু তারপরও সে হাল ছাড়ে নাই



আথনু এতো দেরি করে আসার পরেও রামিশার মনে কোনো ক্ষোভ নেইরামিশা দূর থেকে হাসতে হাসতে আথনুকের কাছে এলোআথনু জিজ্ঞেস করলো এত ছোট ব্যাগ নিয়ে এসেছেন এইটাতে কয়টি কাপড় আঁটবে? সমস্যা নেই ভাইয়া যে কয়টা এঁটেছে তা দিয়েই হবে তাছাড়া আমরাতো ওখানে কয়েক মাস থাকার জন্য জাচ্ছিনা যে ব্যাগ ভরে কাপড় নিতে হবে যা নিয়েছি তাতেই হবেতারপরও ছায়া এবং রবিন এর বিয়ে বলে কথা!! আপনিতো দেখছি অনেক মজায় আছেন!! কেন? শুনেছি প্রেমিকা ছেড়ে গেলে মুখ দিয়ে কথা বের হয়না কিন্তু আপনি দেখছি তার উল্টো, ছায়ার বিয়ের কথা শুনে কোথায় আপনি মন খারাপ করবেন তা না করে আপনি ছায়ার বিয়ে খাওয়ার জন্য পাগল হয়ে পড়েছেন, আজব মানুষ!

আথনু রামিশার কথা শুনে প্রশ্ন করে বসলো “ছায়া আমাকে ছেড়ে গিয়েছে এই জন্য মন খারাপ করে নিজেকে ধুকে ধুকে শেষ করে দিতে হবে এটা কোথায় লেখা রয়েছে” ? তাই বলে এত পরিবর্তন ? পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক!! কারণ আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন আমি যখন থেকে ছায়াকে ভালোবেসেছি তখন থেকে আমার মাথায় তার জন্য হাজারো চিন্তা ঘুরপাক খেতোযেমন, আমি ছায়াকে মনে মনে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে কিনা, “আমি তোমাকে ভালোবাসি” এই কথাটি ছায়াকে আমি কখনো বলতে পারবো কিনা, যদি কখনো সাহস করে মুখ ফুটে বলি, তাহলে আমার ভালবাসা গ্রহণ করবে কিনা, ইত্যাদি!! শুধু তাই নয়! অনেক ত্যাগ শিকার করার পর আমি যখন তাকে এসএমএস করে বললাম “ছায়া আমি তোমাকে ভালোবাসি” তখন শুধু তার একটি উত্তরের আশায় আমি বারান্দায় ইজি চেয়ারে বসে সারারাত জেগে কাটিয়ে দিয়েছিঅথচ সে আমাকে কোন কিছু না বলেই সুন্দর ভাবে রবিন এর সাথে চলে গিয়েছেআমি মানলাম সে পরিস্থিতির শিকার হয়ে রবিনের সাথে চলে গিয়েছে কিন্তু তারপরও আমাকে একটিবার ফোন করে তার বলা উচিত ছিলকাউকেI Love you” না বলে চিন্তা মুক্ত থাকা যায়, কিন্তু! কাউকেI Love you” বলে চিন্তা মুক্ত থাকা অসম্ভব!! আজকে ছায়া আমার মাঝে নেই আমার মনে চিন্তাও নেই কারণ আমি জেনে গিয়েছি ছায়া আমাকে ভালবাসেনারামিশা আথনুকের কথা শোনার পর আবারো প্রশ্ন করে বসলো তাহলে আপনি ছায়ার বিয়ে খেতে যাচ্ছেন কেন? কারণ আমি ছায়াকে বোঝাতে চাই আমার ভালোবাসা মিথ্যে নয় এবং আমি তাকে ছাড়া বেঁচে থাকতে পারিরামিশা আথনুকের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলো তার চোখের কোনে জল চলে এসেছে তাই সে কথা ঘুরিয়ে বলল ভাইয়া এখানেই গল্প করবেন? না রওনা দিবেন? আথনু মাথা ঘুরিয়ে বলল পিছনে উঠে বসেনরামিশা আথনুকের বাইকের পিছনে উঠে বসলো আর আথনুকের বাইক ছুটে চললো ছায়ার গ্রামের বাড়ির উদ্দেশে

আথনু প্রায় দীর্ঘ দুই ঘন্টা ধরে বাইক চালাচ্ছে কিন্তু রামিশার কোন সাড়া শব্দ নেইআথনু ভাবলো রামিশা মেয়ে মানুষ, যদি তার বাথরুমের প্রয়োজন হয় তাহলে সে লজ্জায় আমাকে বলতে পারবে না তার চেয়ে বরং আমি আগে ভাগে সামনে পথে কোন একটা রেস্টুরেন্ট দেখে দাঁড়িয়ে একটু সময় রেস্ট নিয়ে আবার রওনা দিবোএতে রেস্ট নেওয়াও হবে রামিশার জরুরি কোন কাজ থাকলে সেটা সেরে নিতে পারবেকিন্তু সমস্যা হলো বাসা থেকে দেরি করে রওনা দেয়ার কারণে সন্ধ্যা হয়ে আসছেআর তাছাড়া আথনু চায়না রামিশাকে নিয়ে রাস্তা ঘাটে কোন বিপদে পড়ুকআথনু বন্ধুদের কাছে শুনেছে ঢাকা সিলেট হাইওয়ে রোড বেশি একটা ভালোনা প্রায় সময় এই রোডে নাকি ছিনতাই হয়আথনুকে বাইকের চাকা যখননরসিংদীতে” পা রাখলো আথনু তখন তার বাইকের ঘড়ির দিকে তাকিয়ে লক্ষ করলো রাত ৮:০০ পিএম বাজে, আর ঠিক সেই সময় ঝম ঝম করে বৃষ্টি নামলবৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য আথনু কোন কিছু না ভেবেই রাস্তার পাশে একটা চায়ের দোকানে বাইক দাড় করালোচায়ের দোকানে ছোট্ট একটা ছেলে এবং তিন জন বয়স্ক মুরুব্বি বসে রয়েছেদোকানের সামনে বাইক দাঁড়ানো দেখে একজন মুরুব্বি বললেন বাবাজি মোটরসাইকেল রাইখা ভেতরে আহেনআথনু রামিশাকে বললো তুমি দোকানের নিচে দাড়াও আমি মোটরসাইকেল দোকানের পাশে পার্ক করে আসছি নয় তো ওনার সমস্যা হবেআথনু রামিশাকে তুমি বলাতে রামিশা একটু চমকে উঠলোআথনু রামিশাকে Sorry বলতেই রামিশা আথনুককে বললো Sorry বলার কোন প্রয়োজন নেই আমি বুঝতে পেরেছি আপনি কেন আমাকে তুমি বলেছেনআপনি এই জন্য আমাকে তুমি বলেছেন এই মুরুব্বী গুলো যাতে বুঝতে আমরা দুজন স্বামী স্ত্রী, তাইনা? আথনু মুচকি হেসে মাথা নাড়া দিলো

আথনু বাইক পার্কিং করে দোকানের নিচে গিয়ে দাড়াতেই ছোট্ট ছেলেটি দুকাপ চা নিয়ে এলোআথনু চায়ের কাপ হাতে নিয়ে চায়ের কাপে চুমুক দিতেই বয়স্ক মুরুব্বিদের মধ্যে একজন জিজ্ঞেস করলো বাবাজি ঢাকা থাইকা আইছেন? আথনু উত্তরে জবাব দিলো জি চাচা, ঈদের ছুটিতে বেড়াতে আইছেন ? জি চাচা, আপনাদের বাসা কি নরসিংদীতে ? না চাচা, আমাদের বাসা সিলেটে, সিলেটে বাসার কথা শুনে মুরুব্বি একটু চমকে উঠলোবলেন কি!! বাবাজি সিলেট তো অহনো অনেক দূর…..! এই রাইতে মামনিরে নিয়ে যাইবেন কিভাবে ? ভাবছি রাতে এখানে কোনো হোটেলে থেকে সকালে আবার রওনা দিবোচাচা এখানে ভালো কোন হোটেল আছে ? তেমন কোন ভালো হোটেল নাই তবে শহরে একটা হোটেল আছে এত রাইতে আপনাদের সিট দিব কিনা জানিনাচাচার কথা শুনে আথনু একটু চিন্তিত হয়ে পড়লআথনু একা থাকলে কোন চিন্তা ছিল না কিন্তু তার সাথে রামিশা রয়েছে এটাই তার বড় চিন্তা আথনুকে চিন্তিত দেখে চাচা বললেন বাবাজি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাদের একটা পরামর্শ দিতে পারিবলেন কি পরামর্শ, আপনারা আজকের রাতটি আমার বাসায় থাইকা সকালে ঘুম থেকে উঠে যাবেনআথনু রামিশার সেফটির কথা চিন্তা করেই চাচার কথায় রাজি হলোপ্রায় এক ঘন্টা পর বৃষ্টি থামলে চাচা দোকানের ছেলেটিকে ডাক দিয়ে বলল বাবা রনি, তুই বাবাজি-গো বাসায় লইয়া যা আমি দোকান বন্ধ কইরা আইতাছিচাচার কথায় আথনুকের বুঝতে বাকি রইল না রনি তার ছেলেরনি তার বাবার কথা মতো আথনু এবং রামিশাকে তাদের বাসায় নিয়ে গেলোআথনু এবং রামিশা যখন চাচার বাসায় প্রবেশ করছিল তখন বাসাটা অন্ধকার ছিলঅন্ধকার দেখে আথনু তার মোটরসাইকেল লাইট জ্বালিয়ে রনিকে জিজ্ঞেস করলো ভাইয়া তোমাদের বাসা অন্ধকার কেন? রনি উত্তরে বললো মনে হইতাছে কারেন্ট চইলা গেছেরনি বাহির থেকে মা… মা… চিৎকার করে ডাক দিলোকিন্তু রনির ডাকে ভিতর থেকে রামিশার সমবয়সী একটি মেয়ে চার্জার লাইট হাতে নিয়ে বেরিয়ে এলোমেয়েটিকে দেখে রনি বলল আপা আব্বায় কইছে এনারা ঢাকা থেইকা আইছে তাই আজকে এনারা তোমার রুমে থাকবোরনি কথায় আথনুকের বুঝতে বাকি রইল না মেয়েটি তার বোনমেয়েটি উত্তরে বললো হৈ-ছে! তোরে আর কৈ-তে হইবোনা, আব্বা ফোন করে সব কৈ-ছেমেয়েটি আথনু আর রামিশাকে একটি রুমে ঢুকে দিয়ে বললো ভাইয়া আপনি মোটরসাইকেল তালা মাইরা রাইখা আপনারা দুজন এই রুমে ঢুকে হাত মুখ ধুয়ে নেন কারেন্ট আইলে আমি আপনাগো এই খানে খাবার দিয়ে জামুমেয়েটি এই কথা বলে চার্জার লাইট টেবিলের উপর রেখে ঘর থেকে বের হয়ে গেলোআথনু রুমের সামনে মোটরসাইকেল তালা মেরে রেখে রুমে প্রবেশ করে অবাক হয়ে গেলরুমের এক পাশে ছোট্ট একটি সিঙ্গেল খাট, পাশে একটি ড্রেসিং টেবিল, জানালার পাশে একটি টেবিল, টেবিলের উপর অনেক গুলো বই সাজিয়ে রেখেছে, রুমটা খুব সুন্দর করে সাজানো, মনে হয় কেউ নিজের হাতে গুছিয়ে রেখেছেআথনু রামিশাকে বললো তুমি বাথরুমে গিয়ে চেঞ্জ করে নাও তারপর আমি যাবোআথনুকের কথা মত রামিশা বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে আথনুককে বললো যাও ফ্রেশ হয়ে আসোআথনু ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে ঢুকে পড়লোরামিশা ভাবলো আথনু মাত্র বাথরুমে ঢুকেছে বাথরুম থেকে বের হতে সময় লাগবে আমি এর মধ্যে নাইট ড্রেস টি পরে নেইআথনু বাথরুমে ঢোকার পর তার মনে হয়েছে সে ফেসওয়াশ নিতে ভুলে গিয়েছে তাই সে ফেসওয়াশ নেয়ার জন্য বাথরুমের দরজা খুলে বেরিয়ে এসেছেকিন্তু বাথরুমের দরজা খুলে যে জিনিসটি আথনুকের চোখে পড়লো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না।।

খুব শীগ্রই এই গল্পের (পার্ট-২৫) পোস্ট করা হবে এবং পার্ট-২৫ তে বিশেষ আকর্শন থাকবে


Coming soon will be posted (Part-25) of this story.


নোট: গল্প কপি করা সম্পূর্ণ নিষেধ!!


No comments:

Post a Comment